ভিলেন বর্ষা 

‘কিল হিম’ সিনেমার পোস্টারে দেখা মিলল চিত্রনায়িকা বর্ষার। সিনেমাটিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে এই নায়িকা। 
কিল হিম
‘কিল হিম’ সিনেমার পোস্টারে বর্ষা। ছবি: সংগৃহীত

'কিল হিম' সিনেমার পোস্টারে দেখা মিলল চিত্রনায়িকা বর্ষার। সিনেমাটিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে এই নায়িকা। 

নিজস্ব প্রযোজনার বাইরে প্রথমবার অন্য প্রযোজকের সিনেমায় অভিনয় করছেন অনন্ত জলিল ও বর্ষা জুটি। সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। 

অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগরসহ অনেকে। 

মো. ইকবাল পরিচালিত সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে কিলার চরিত্রে। সিনেমাটির জন্য মার্শাল আর্ট শিখেছেন তিনি। 

অনন্ত জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমাটির মধ্য দিয়ে অন্যের প্রযোজিত সিনেমায় প্রথম অভিনয় করেছি আমরা। এই সিনেমায় বর্ষা ভিলেন হিসেবে অভিনয় করেছে। কিছুদিন আগে আমার পুলিশের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে অনেকে কনফিউজড হয়ে পড়ে।'

'এর কারণ একজন কিলার চরিত্রে অভিনয় করে পুলিশের পোশাক কেন পরেছি। এমন অনেক টুইস্ট আছে সিনেমার গল্পে,' বলেন তিনি।

Comments