ঈদে ১ নম্বর 'লিডার', অন্য সিনেমারও জয় জয়কার

এবারের ঈদে মুক্তি পেয়েছে মোট ৮টি সিনেমা—'লিডার: আমিই বাংলাদেশ', 'জ্বীন', 'লোকাল', 'কিল হিম', 'পাপ', 'শত্রু', 'প্রেম প্রীতির বন্ধন' ও 'আদম'। এর মধ্যে কোন সিনেমাটি সবচেয়ে এগিয়ে ও দর্শক পছন্দের শীর্ষে রয়েছে, মুক্তির কয়েকদিনেই সেটা আঁচ করা গেছে।

এবার ঈদে ৬০টি চালু সিঙ্গেল স্ক্রিনসহ প্রায় ১০০টির মতো বন্ধ থাকা সিনেমা হল চালু হয়েছে। পাশাপাশি রয়েছে মাল্টিপ্লেক্স। ঈদের দিন থেকে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রতি দর্শকদের আগ্রহ দেখা গেছে।

ঈদে মুক্তির দিন থেকে দাপট দেখিয়ে ব্যবসা করছে শাকিব খান ও শবনম বুবলি অভিনীত এবং তপু খান পরিচালিত 'লিডার: আমিই বাংলাদেশ'। দেশের ১০০ হলে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স সবখানেই ভালো ব্যবসা করছে। ব্লকবাস্টারে ঈদের পরদিন থেকে সিনেমাটির শো সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়েছে।

এ ছাড়া, 'জ্বীন', 'কিলহিম', 'লোকাল', 'পাপ' সিনেমাগুলো বেশ ভালোই চলছে। মাল্টিপ্লেক্সের অনেক শো প্রতিদিন হাউজফুল হচ্ছে।

বাপ্পী অভিনীত ও সুমন ধর পরিচালিত 'শত্রু' সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ২৪টি সিনেমা হলে। সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে দর্শক বেশ পছন্দ করছে। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পর তার ছবিটি পছন্দ করছে দর্শক। বেশকিছু শো হাউজফুলও হয়েছে। তবে যে দু'একটা মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে, সেখানে খুব বেশি সুবিধা করতে পারছে না। দ্বিতীয় সপ্তাহে আরও কিছু সিঙ্গেল স্ক্রিনে 'শত্রু' মুক্তি পাবে বলে জানা গেছে।

পূজা চেরি, সজল অভিনীত ও নাদের চৌধুরী পরিচালিত 'জ্বীন' দেশের ১৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি মাল্টিপ্লেক্সে বেশ ভালো চলছে। নারী দর্শকদের আনাগোনা বেশি দেখা গেছে 'জ্বীন' সিনেমাটির জন্য।

সাইফ চন্দন পরিচালিত 'লোকাল' সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলি ও আদর আজাদ। ঈদের দিন থেকে দেশের মাল্টিপ্লেক্সে বেশ ভালো চলছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে আরও হল বাড়বে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান।

সৈকত নাসির পরিচালিত ববি ও রোশান অভিনীত 'পাপ' দেশের ৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি যারা দেখছেন তারা প্রশংসা করছেন। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচারণায় অভাবে তেমন সুবিধা করতে পারছে না সিনেমাটি।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এবং মো. ইকবাল পরিচালিত 'কিল হিম' সিনেমাটি দেশের মোট ১১টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি মাল্টিপ্লেক্স দর্শকরা বেশি দেখছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবার আমাদের এখানে মুক্তি পাওয়া সব বাংলা সিনেমা ভালো যাচ্ছে। এমন চলতে থাকলে আগামী সপ্তাহটাও ভালোই যাবে। আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এই সিনেমাগুলোর মধ্য ২-৩টা হিট বা সুপারহিট হয়ে যাবে আশা করছি। আমাদের এখানে যেমন 'লিডার: আমিই বাংলাদেশ' চলছে, হাউজফুল হচ্ছে। 'জ্বীন' সিনেমাটার শোগুলো হাউজফুল যাচ্ছে। এছাড়া, 'কিল হিম', 'লোকাল', 'আদম', 'পাপ' সিনেমাও চলছে হাউজফুল হচ্ছে। এইভাবে চলতে থাকলে বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।'

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের দিন থেকেই দর্শক সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে। তাদের বেশ সাড়া পাচ্ছি। আমাদের এখানে ঈদের দিন থেকে দর্শক আসছে শাকিব খানের 'লিডার: আমিও বাংলাদেশ' সিনেমাটা দেখতে। এই সিনেমাটা ভালো একটা কিছু করবে বলে আমার বিশ্বাস। বাকিটা আগামী সপ্তাহে বোঝা যাবে।'

এদিকে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন্স সিনেমাসে ঈদে মুক্তিপ্রাপ্ত ৮টি সিনেমার ৭টি চলছে। সরেজমিনে দেখা যায়, 'লিডার: আমিই বাংলাদেশ' ও 'জ্বীন' বেশ ভালো চলছে। 'কিল হিম', 'লোকাল', 'পাপ' সিনেমাগুলো মোটামুটি চলছে।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

4h ago