‘মস্কো আসাটা অভিনেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে’

৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা ‘পেয়ারার সুবাস’।
তারিক আনাম খান, নাট্যকেন্দ্র, মঙ্গল শোভাযাত্রা, বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ,
তারিক আনাম খান। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

'পেয়ারার সুবাস' নিয়ে মস্কোয় অবস্থান করছেন অভিনেতা তারিক আনাম খান ও সিনেমাটির পরিচালক নুরুল আলম আতিক।

৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করছে বাংলাদেশের সিনেমা 'পেয়ারার সুবাস'।

মস্কো থেকে তারিক আনাম খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমবার মস্কো এসেছি। ভীষণ ভালো লাগছে। দারুণ সব অনুভূতি যোগ হচ্ছে জীবন চলার পথে। মস্কো আসাটা অভিনেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।'

আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় 'পেয়ারার সুবাস' প্রদর্শিত হবে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

তারিক আনাম খান বলেন, 'এটা বড় আনন্দের সংবাদ যে আজ আমার অভিনীত বাংলাদেশের সিনেমা প্রদর্শিত হবে। বিশ্বের নানান দেশের মানুষ এটি দেখবেন।'

তারিক আনাম খান এক প্রশ্নের জবাবে বলেন, 'মস্কো এসে ঘরে বেড়িয়েছি, তাদের সংস্কৃতি দেখছি। ভালো লাগছে। আশা করছি অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারব।'

'পেয়ারার সুবাস' সিনেমায় তারিক আনাম খান ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, আহমেদ রুবেল, দিহান, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহলানবীশ, আঁখি আফরোজ প্রমুখ।

Comments

The Daily Star  | English
How do we protect the worst victims of inflation?

How do we protect the worst victims of inflation?

The reason for continued high consumer prices in the country despite prices dropping in the international market is a combination of policy and institutional failure.

7h ago