এবার আদরের সঙ্গী দর্শনা বণিক

ঈদে মুক্তিপ্রাপ্ত 'লোকাল' সিনেমা নায়ক আদর আজাদের লুক ও অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেছেন। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন শবনম বুবলি।
গতকাল ১০ মে এই নায়ক তার জন্মদিনে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির নাম 'লিপস্টিক'। সিনেমায় তার বিপরীতে থাকবেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
আদর আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল আমার জন্মদিনে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এটা আমার জন্য দারুণ আনন্দের একটি ব্যপার। লোকাল সিনেমায় আমার অভিনয় ও লুক দর্শক বেশ পছন্দ করেছেন। বেশ কিছু নতুন সিনেমার প্রস্তাব এসেছে। তারমধ্যে লিপস্টিক সিনেমাটা শুরু হবে। আমার বিপরীতে থাকছেন কলকাতার দর্শনা বণিক। আশা করছি ভালো একটা কিছু হবে।'
Comments