মাহফুজ আহমেদের ভয় ধরানো লুক

মাহফুজ আহমেদ

অভিনেতা মাহফুজ আহমেদ ও শবনম বুবলি অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমার প্রথম 'ক্যারেক্টার লুক' পোস্টার প্রকাশ পেয়েছে।

আসছে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

প্রকাশিত পোস্টারে মাহফুজ আহমেদের ভয় ধরানো লুক দেখা গেছে। প্রথম দর্শনে অনেকেই হয়ত তাকে চিনতে ভুল করবেন। এই ক্যারেক্টার লুকের মাধ্যমে দর্শকরা রোমান্টিক নায়ক মাহফুজ আহমেদকে অভিনব, যন্ত্রণাদগ্ধ ও প্রতিবাদী লুকে দেখা গেছে।

মাহফুজ আহমেদ দ্য ডেইলি স্টারকে বললেন, 'এটি মূলত সিনেমায় আমার ক্যারেক্টার লুকের পোস্টার। এটি প্রকাশ করেই জানানো হলো ছবিতে আমি মনা চরিত্রে অভিনয় করেছি।'

'এর আগে এ সিনেমার মেঘের নৌকা গানটি দেখার পর অনেকেই মনে করে থাকবেন এটি হয়তো রোমান্টিক ছবি। তবে এই পোস্টারটি দেখে রোমান্টিক ঘরানার ছবির ধারণা বদলেও যেতে পারে।'

সিনেমাটির গল্পে এমন অনেক রহস্যই আছে, যা হলে গিয়ে দেখার পরও দর্শকরা বুঝতে পারবেন বলে আশা করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা।

চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা এটি। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে 'প্রহেলিকা' নির্মিত হচ্ছে।

মাহফুজ আহমেদ ও বুবলি ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, রহমত উল্লাহ ও সাবিহা জামান।

Comments

The Daily Star  | English

Crores spent, but Ctg roads still crumble

Commuters in Chattogram are enduring severe hardships due to the appalling condition of major roads, a crisis worsened by the apparent indifference of the authorities.

6h ago