মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান প্রকাশ

প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। 
মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান প্রকাশ
মাহফুজ-বুবলির ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় আসছেন মাহফুজ আহমেদ। সঙ্গে আছেন শবনম বুবলি। ইতোমধ্যে শেষ হয়েছে তাদের অভিনীত 'প্রহেলিকা' সিনেমার কাজ। এখন মুক্তির অপেক্ষা। 

চয়নিকা চৌধুরীর পরিচালিত সিনেমাটির প্রথম গান 'মেঘের নৌকা' প্রকাশিত হয়েছে। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত আয়োজন করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল।

মাহফুজ আহমেদ বলেন, 'মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়।'  

ছবি: সংগৃহীত

শবনম বুবলি বলেন, 'পর্দায় অভিনয় করার জন্য এরকম গান আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই।' 

ছবি: সংগৃহীত

কোনাল বলেন, ''আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এবার 'মেঘের নৌকা' নামে 'প্রহেলিকা' সিনেমার গানটি প্রকাশ হয়েছে। এই গানটির জন্য আমার ভক্তরা অপেক্ষায় ছিলেন। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।'

প্রহেলিকা' সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। 

 

Comments