কারো চোখ যেন না লাগে তাই ফেসবুকের ছবি থেকে তাকে মুছে দেই: সাবা

সোহানা সাবা। ছবি: স্টার

অভিনেত্রী সোহানা সাবা কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এ খবর শোবিজ পাড়ায় বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। খুব শিগগির তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন—এমন কথাও কেউ কেউ বলছেন।

সত্যিই কী তিনি কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?

জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে সাবা বলেন, 'সম্পর্কে জড়িয়েছি, এটা সত্যি। ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি। আমাদের সম্পর্ক আড়াই বছরের। এটা কখনোই অস্বীকার করিনি।'

সোহানা সাবা। ছবি: স্টার

বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সময় হলে সবাই জানতে পারবেন। কখন হবে তা নির্দিষ্ট করে বলতে পারছি না। আশা করছি সুন্দর কিছু হবে এবং পারিবারিকভাবেই হবে।'

যে মানুষটির সঙ্গে সাবার আড়াই বছরের সম্পর্ক, তাকে জানতে চাইতেই তিনি বলেন, 'আমার চোখে তিনি পৃথিবীর সেরা সুন্দর মানুষ। আমার চোখে ভীষণ পছন্দের মানুষ।'

প্রায়ই দেখা যাচ্ছে সোহানা সাবা ফেসবুকে ছবি পোস্ট করছেন, সেখানে আরেকজন মানুষের উপস্থিতি টের পাওয়া যায়। কিন্তু ছবিতে তাকে দেখে চেনার কোনো উপায় থাকে না। এমন রহস্যের কারণ কী?

এ নিয়ে সোহানা সাবার খোলামেলা উত্তর, 'কারো চোখ যেন না লাগে তাই ছবি থেকে মুছে দেই। আমি চাই না আমার ভালোবাসার মানুষটির ওপর অন্য কারো নজর লাগুক। আমার চোখে সবচেয়ে সুন্দর মানুষটির ওপর আমার একারই নজর থাকুক।'

সোহানা সাবা। ছবি: স্টার

সোহানা সাবার নতুন সিনেমা 'অসম্ভব' মুক্তি পেয়েছে গত নভেম্বরে। নতুন সিনেমার বিষয়ে তিনি বলেন, 'আমার ক্যারিয়ারে খুব বেশি সিনেমা করিনি। অল্প কয়েকটি সিনেমা করলেও সেগুলো দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সিনেমা অবশ্যই করব, কিন্তু বেছে বেছে।'

ওটিটির বিষয়ে তিনি বলেন, 'ওটিটিতে ভালো ভালো কাজ হচ্ছে। আমিও করেছি। আরও কথা হচ্ছে। ভালো কিছু হলেই কাজ করব।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

4h ago