সেন্সর পেলো শাকিবের ‘রাজকুমার’
ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত 'রাজকুমার' সিনেমাটি আজ বৃহস্পতিবার বিকেলে আনকাট সেন্সর পেয়েছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া দ্য ডেইলি স্টারকে জানায়, 'আনকাট সেন্সর পাওয়ায় ঈদে সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা থাকছে না।'
'রাজকুমার' নিয়ে বুকিং এজেন্ট ও সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে।
প্রযোজনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজকুমার সিনেমাটি নিতে সিঙ্গেল স্ক্রিনগুলোর বুকিং শুরু করেছে। সর্বোচ্চ ১০ লাখ টাকা বুকিং নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হল।
এ ছাড়া, গাজীপুরের বর্ষা সিনেমা হলও ১০ লাখ টাকায় 'রাজকুমার' নিচ্ছে। দেশের ২২টি বড় সিঙ্গেল স্ক্রিন বুকিং দিয়েছে 'রাজকুমার' সিনেমার জন্য।
হিমেল আশরাফ বলেন, 'রাজকুমার সিনেমাটি ম্যাক্সিমাম সিনেমা হলে এমজিতে (মিনিমাম গ্যারান্টি) দেওয়া হচ্ছে। যেসব হল ৮ থেকে ১২ লাখে সিনেমা নিচ্ছে, তারা আগে কোনো বাংলা সিনেমায় এত টাকায় সিনেমা নেয়নি। বাংলাদেশের কোনো সিনেমা আগে এত টাকায় বুকিং হয়নি।'
Comments