জায়েদ খানকে টাকার বান্ডিল সালামি দিলেন ডিপজল

ঈদ উপলক্ষে জায়েদ খান তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।
জায়েদ খানকে সালামি দেন ডিপজল। ছবি: সংগৃহীত
জায়েদ খানকে সালামি দেন ডিপজল। ছবি: সংগৃহীত

জায়েদ খান ও মনোয়ার হোসেন ডিপজলের বন্ধুত্ব ঢালিউডে সর্বজনবিদিত। এই ঈদে ঢাকাই সিনেমার বিখ্যাত খলনায়ক ডিপজল 'সোনার চর' খ্যাত অভিনেতা জায়েদ খানকে ঈদের বিশেষ সালামি দিয়েছেন।

ঈদ উপলক্ষে জায়েদ খান তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।

সেই  ভিডিওতে দেখা যায়, জায়েদ খান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পা ছুঁয়ে সালাম করছেন। এরপর ডিপজল তাকে এক বান্ডিল টাকা সালামি দেন।

জায়েদ খান ভিডিওতে ডিপজল ও তার সদ্যপ্রয়াত ভাইকে নিয়ে কথা বলতে যেয়ে আবেগপ্রবণ হয়ে পোড়েন। ভিডিওতে ডিপজল জানান, তিনি গাবতলির পশু কোরবানির হাটের ইজারা নেওয়ার কথা জানান। সে বিষয়ে  প্রশাসন  সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে, জায়েদ খান দুবাইয়ের একটি অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন। সেখানে আগামী ২১ জুন ঈদ উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়েছে।  

এই কনসার্টে জায়েদ খান ছাড়াও থাকবেন কণ্ঠশিল্পী মমতাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ অনেকে।

মধ্যপ্রাচ্যের এই কনসার্ট শেষে কানাডায় আরেকটি উৎসবে যাবেন এই চিত্রনায়ক।

 

Comments