পরবর্তী জেমস বন্ডের পরিচালনায় ডুনখ্যাত ভিলনুভ

ডেনিস ভিলনুভ । ছবি: সংগৃহীত

ফরাসি-কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ডেনিস ভিলনুভ নতুন জেমস বন্ড চলচ্চিত্রের পরিচালক হবেন বলে জানিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।

স্টুডিওর এক বিবৃতিতে ভিলনুভ বলেন, তিনি বন্ড সিরিজের 'একজন অন্ধ ভক্ত' এবং সিনেমাটিতে কাজ করতে চান।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের বন্ড প্রযোজক বারবারা ব্রকলি ও মাইকেল জি. উইলসন দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তারপর থেকে পরবর্তী বন্ড সিনেমা নিয়ে জল্পনা চলছিল।

ভিলনুভ নতুন চলচ্চিত্রের নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন। তিনি সাম্প্রতিক ডুন ফ্র্যাঞ্চাইজিতে পরিচালনার জন্য বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছেন। তার জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় রয়েছে ব্লেড রানার ২০৪৯, অ্যারাইভাল ইত্যাদি।

তবে কে হবেন নতুন জেমস বন্ড চরিত্র তা এখনো প্রকাশ করেনি অ্যামাজন।

Comments