৩ ধারাবাহিকে চুমকি

ফারজানা চুমকির ৩টি ধারাবাহিক ৩টি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
ফারজানা চুমকির
ছবি ফারজানা চুমকির ফেসবুক থেকে নেওয়া

টেলিভিশন ও মঞ্চ নাটকে দীর্ঘ দিন ধরে অভিনয় করছেন ফারজানা চুমকি। ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন অনেক বছর ধরে। এই দলের হয়ে নিয়মিত মঞ্চে অভিনয় করছেন।

ফারজানা চুমকির ৩টি ধারাবাহিক ৩টি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। নাটকগুলো হলো- স্মৃতির আল্পনা, চিটার অ্যান্ড জেন্টলম্যান এবং এমিল ও তার গোয়েন্দা বাহিনী।

চুমকি দ্য ডেইলি স্টারকে বলেন, '৩টি নাটকই মূলত ৩ ধরণের গল্পের। আমার চরিত্রগুলোও ভিন্ন ভিন্ন। নাটকগুলো করে ভালো লাগছে। চিটার এন্ড জেন্টলম্যান নাটকটি বেশ জনপ্রিয় একটি নাটক। বেশ কিছুদিন ধরেই প্রচার হচ্ছে। আমি নতুন জয়েন করেছি নাটকে।'

স্মৃতির আল্পনা নাটকটি নিয়ে বলেন, 'এই নাটকটির সঙ্গে শুরু থেকে আছি। অন্যরকম ভালোলাগার অনুভূতি কাজ করছে নাটকটি করে।'

এমিল ও তার গোয়েন্দা বাহিনী নাটকটি নিয়ে চুমকি বলেন, 'গোয়েন্দা গল্প নিয়ে কাজ খুব কম হয়, সেজন্য এটি আমার কাছে একেবারেই নতুন ও ভিন্নমাত্রার কাজ। চট্টগ্রামে শুটিং করেছি নাটকটির।'

'সত্যি কথা বলতে এই সময়ে এসে ভিন্ন ভিন্ন এবং একটু ব্যতিক্রমী গল্প ও চরিত্রে অভিনয় করতে চাই। যেগুলো একজন অভিনয়শিল্পী হিসেবে তৃপ্তি দেবে।'

ঢাকা থিয়েটারের দর্শকপ্রিয় নাটক একটি লৌকিক এবং অলৌকিক স্টিমারে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। এই নাটকটি নিয়ে চুমকি বলেন, 'মঞ্চ আমাকে সবসময় টানে। এ কারণে মঞ্চকে ভালোবেসে এখনো অভিনয় করে যাচ্ছি। এই নাটকে আমার চরিত্রটি দর্শকদের কাছে সাড়া ফেলেছে। তাদের ভালোবাসায় আমি সিক্ত।'

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে চুমকি একটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত গিয়াসউদ্দিন সেলিমের পাপ পুণ্য বেশ প্রশংসিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

2h ago