আমরা পারিবারিক গল্পের বাইরে চলে যাচ্ছি: চুমকি

নাজনীন হাসান চুমকি 'ঘানি' সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দর্শকের ভালোবাসায় সিক্ত চুমকি নাটকের পাশাপাশি মঞ্চে জড়িত আছেন দীর্ঘদিন ধরে।
বর্তমানে তিনি 'রূপনগর' ধারাবাহিকে অভিনয় করছেন। কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিকটি শিগগির দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে।
'রূপনগর' নাটকে চুমকি অভিনয় করছেন পারভীন চরিত্রে। তার ভাষ্য, 'এটা একটি জেনারেশনের গল্প। মূলত গ্রামের গল্প হলেও একটা জেনারেশনের নানা ঘটনা উঠে এসেছে এখানে।'
তিনি বলেন, 'রূপনগরে আমার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন গুণী শিল্পী দিলারা জামান। পরিচালক হিসেবে কায়সার আহমেদ ভাই ভালো একটি কাজ করেছেন। নাট্যকার দারুণভাবে গল্পটা লিখেছেন।'
আশীষ রায় পরিচালিত 'দেনা পাওনা' ধারাবাহিকেও অভিনয় করছেন চুমকি।
অভিনয়ের বাইরে চুমকি নাটক পরিচালনা করেন, লেখেন। এ বিষয়ে তিনি বলেন, 'নাটক পরিচালনা করেছি অনেকগুলো, এখনো করতে চাই। স্বস্তি নিয়ে, বাজেট নিয়ে যদি কেউ কাজ করাতে চান, করে দেবো। আমার কাছে পরিচালনা আরেকটা আনন্দের কাজ। কেননা, অনেক চরিত্রকে প্রাণ দিয়ে গল্প বলাতে পারেন একজন পরিচালক।'
'অভিনয় ও পরিচালনা দুটো দুই রকমের নেশা ও পেশা। দুটো কাজই আনন্দ নিয়ে করি, মন দিয়ে করি,' যোগ করেন তিনি।
কাজ কমে গেছে কি না—জানতে চাইলে চুমকি বলেন, 'কাজ কমে গেছে, আবার কিছু কাজ তো হচ্ছেও। যারা এই পেশার সঙ্গে পুরোপুরি জড়িত, তাদের জন্য কিছুটা সংকটময় সময় যাচ্ছে। তবে, কাজ হচ্ছে।'
এই সময়ের নাটক নিয়ে জানতে চাইল তিনি বলেন, 'আমরা পরিবারের গল্পের বাইরে চলে যাচ্ছি।'
তিনি বলেন, 'দীপ্ত বা এনটিভি বাবা-মা-ভাই-বোন নিয়ে পরিবারকেন্দ্রিক নাটক করছে। আবারও দর্শক ফেরাতে পারছে।'
'উৎসব' চলচ্চিত্র নিয়ে আলাপনে চুমকি বলেন, 'এই সিনেমায় সব আছে। কেউ দুবার, কেউ তিনবার এই সিনেমা দেখেছেন। যারা দেখেছেন তারা অন্যদের বলেছেন। পরিবারকেন্দ্রিক গল্প এটা।'
এ সময়ে নির্মিত নাটক নিয়ে তিনি বলেন, 'মেকিং দুর্দান্ত হচ্ছে। তবে, প্রতিটি জিনিসের বাজেট থাকে। নাটকের জন্য ভালো বাজেট দরকার। তাহলে আরও নাটক করা সম্ভব।'
এখনো মঞ্চে অভিনয় করেন চুমকি। ১৯৯২ সালে চুয়াডাঙ্গা থেকে শুরু। এরপর ১৯৯৬ সাল থেকে ঢাকার দেশ নাটকে। এই দলের অনেক নাটকে তিনি অভিনয় করেছেন, পেয়েছেন প্রশংসা।
Comments