টেলিভিশনে জাতীয় শোক দিবসের সিনেমা-নাটক

জাতীয় শোক দিবসে দেশের টেলিভিশনগুলোয় বেশ কয়েকটি সিনেমা, নাটক ও গানের অনুষ্ঠান প্রচারিত হবে। সেইসব অনুষ্ঠানের নির্বাচিত কয়েকটি তুলে ধরা হলো।

জাতীয় শোক দিবসে দেশের টেলিভিশনগুলোয় বেশ কয়েকটি সিনেমা, নাটক ও গানের অনুষ্ঠান প্রচারিত হবে। সেইসব অনুষ্ঠানের নির্বাচিত কয়েকটি তুলে ধরা হলো।

আজ সোমবার বিটিভিতে দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে ডকুড্রামা 'হাসিনা—এ ডটারস টেল'।

রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক 'শ্রাবণ মন'। লিটু সাখাওয়াতের রচনা ও মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শংকর সাওজাল, ডলি জহুর, শাহেদ শরীফ খান, মিলি মুন্সি, নাফিরা, রওনক বিশাখা শ্যামলী প্রমুখ।

চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে মুক্তিযুদ্ধের সিনেমা 'গেরিলা'। সৈয়দ শামসুল হকের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসিরউদ্দিন ইউসুফ।

এতে অভিনয় করেছেন জয়া আহসান, শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এস. এম. মহসিন, কচি খন্দকার, জয়শ্রীসহ অনেকেই।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে সহিদ রাহমানের গল্প নিয়ে নাটক 'প্রতিরোধযুদ্ধে দুই বীর'। পান্থ শাহরিয়ারের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'একজন কফিলুদ্দিন'। সহিদ রাহমানের গল্পে নাট্যরূপ দিয়েছেন বিদ্যুৎ রায়। নাটকটি পরিচালনা করেছেন সুমন ধর।

এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহমেদ রুবেল ও রোকেয়া প্রাচী। কাহিনিচিত্রে বিশেষ চরিত্রে আছেন সাহিত্যিক সেলিনা হোসেন।

Comments