‘শনিবার বিকেল’-এর অভিনেতা হিসেবে কষ্ট পাচ্ছি: জাহিদ হাসান

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির অনুমতি না দেওয়ার বিষয়ে প্রতিবাদমুখর চলচ্চিত্র অঙ্গন। সেই প্রতিবাদে শামিল হয়েছেন এই সিনেমার অন্যতম অভিনেতা জাহিদ হাসান। সিনেমাটির মুক্তি ও সেন্সর বিষয়ে কথা বলেছেন তিনি। 
জাহিদ হাসান। ছবি: স্টার

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত 'শনিবার বিকেল' সিনেমা মুক্তির অনুমতি না দেওয়ার বিষয়ে প্রতিবাদমুখর চলচ্চিত্র অঙ্গন। সেই প্রতিবাদে শামিল হয়েছেন এই সিনেমার অন্যতম অভিনেতা জাহিদ হাসান। সিনেমাটির মুক্তি ও সেন্সর বিষয়ে কথা বলেছেন তিনি। 

বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে 'বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ: গল্প বলার স্বাধীনতা চাই' শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। সেখানে জাহিদ হাসান বলেন, ''একজন অভিনেতা হিসেবে 'শনিবার বিকেল' আটকে থাকায় কষ্ট পাচ্ছি। ছবিটি এখনো সেন্সরে আটকে আছে। আমাদের সিনেমাটি রাশিয়ায় প্রদর্শিত হয়েছে। সেখানকার দর্শক আমাকে জড়িয়ে, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে জড়িয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে কেঁদেছেন। এমন একটা সিনেমা দেশে মুক্তি দিতে সমস্যা কোথায়? আমরা তো দেশের জন্য কাজ করি, দেশের দর্শকের জন্য কাজ করি। আমি তো বিদেশের মানুষকে দেখাব বলে এ কাজটা করিনি। তাহলে ছবিটা কেন দেশের মানুষ দেখার সুযোগ পাবে না?'

তিনি আরও বলেন, ''অতি দ্রুত 'শনিবার বিকেল' সিনেমাটি মুক্তির অনুমতি দেওয়া হোক। এ ছাড়া 'হাওয়া'র মতো সিনেমাকে নানাভাবে আটকে রাখার চেষ্টা চলছে। খতিয়ে দেখতে হবে কারা করছেন কাজটা? উদ্দেশ্যটা কি? আমাদের সিনেমার অবস্থা ভালো না। হলগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। আজ যখন কিছু সিনেমা দিয়ে আবার জায়গাটা ঘুরে দাঁড়াচ্ছে, তখন এসব কেন?'

 

Comments