পূজার অনুষ্ঠান উপস্থাপনায় বাপ্পী ও অপু বিশ্বাস

প্রথমবার টেলিভিশনে উপস্থাপনা করছেন বাপ্পী চৌধুরী। তার সঙ্গে আছেন অভিনেত্রী অপু বিশ্বাস। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে তাদের। পূজার এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের নাম শারদ আনন্দ।
শারদ আনন্দ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

প্রথমবার টেলিভিশনে উপস্থাপনা করছেন বাপ্পী চৌধুরী। তার সঙ্গে আছেন অভিনেত্রী অপু বিশ্বাস। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে তাদের। পূজার এই বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানের নাম শারদ আনন্দ।

বাপ্পী বলেন, 'উপস্থাপনার প্রস্তাব আসার পর না করতে পারিনি। আশাকরি অনুষ্ঠানটি দেখলে দর্শকরা পূজার আনন্দ উপভোগ করতে পারবেন।'

শারদ আনন্দ অনুষ্ঠানে থাকছে- শিল্পী সন্দীপন দাস, সুস্মিতা সাহা, স্বপ্নিল রাজীব ও অনন্যা আচার্যর কণ্ঠে পূজার নতুন গান। নৃত্য পরিবেশন করবেন প্রান্তিক দেব ও তার দল। থাকছে বিশেষ আয়োজন শিবের গাজন। শিবের গাজন পরিবেশন করেছেন প্রিয়াংকা সরকার ও তার দল। পূজার আরেকটি বিশেষ আয়োজন আবীর খেলা।

অনুষ্ঠানে আবীর খেলা নিয়ে হাজির হবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা। থাকছে সেলিব্রেটি আড্ডা। যেখানে অংশ নিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী, মুন্নী সাহা, অডিশনাল এসপি (সিআইডি) মৃণাল কান্তি সাহা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দুর্বা হালদার।

সবশেষে থাকছে বাউলা ব্যান্ডের পরিবেশনায় একটি জীবনমুখী গান।

Comments