এ টি এম শামসুজ্জামান ইত্যাদির যে পর্বে শেষ অংশ নিয়েছিলেন

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির একটি বিশেষ পর্ব আগামীকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার করা হবে। 
ইত্যাদির বিশেষ পর্বে দেখা যাবে এ টি এম শামসুজ্জামানকে। ছবি: সংগৃহীত

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির একটি বিশেষ পর্ব আগামীকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার করা হবে। 

অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামান একটি নাট্যাংশে শেষবারের মতো অংশ নিয়েছিলেন। সঙ্গে ছিলেন আরেক বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান। 

বান্দরবানের টাইগার পাহাড়ের চূড়ায় নীলাচলে ধারণ করা হয় ইত্যাদির এই পর্বটি। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মিত মঞ্চের সামনে হাজারো দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছিল ইত্যাদির এই পর্বটি। 

ইত্যাদির এই পর্বে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর ওপর একটি প্রতিবেদন। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। 

এ ছাড়া কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং মান মান সিং-এর কণ্ঠে রয়েছে একটি অনুরাগের গান। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত। 

আরেকটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বান্দরবানের ১১টি নৃগোষ্ঠীর সদস্য ও বাঙালি শিল্পীদের সমন্বয়ে শতাধিক নৃত্যশিল্পী।

অনুষ্ঠানে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ রয়েছে কয়েকটি পর্ব।

 

Comments