‘আমরা অনেক গল্প করি, আবার ঝগড়াও করি’

রেহানা মরিয়ম নূরখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মেয়ে সায়রার জন্মদিন আজ। ১১ বছরে পা দিয়েছে সায়রা। মেয়ের জন্মদিনেও শুটিং করছেন বাঁধন। এ কারণে গতকাল রাতেই মেয়েকে নিয়ে কেক কেটেছেন তিনি।
বাঁধন ও সায়রা। ছবি: সংগৃহীত

রেহানা মরিয়ম নূরখ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের মেয়ে সায়রার জন্মদিন আজ। ১১ বছরে পা দিয়েছে সায়রা। মেয়ের জন্মদিনেও শুটিং করছেন বাঁধন। এ কারণে গতকাল রাতেই মেয়েকে নিয়ে কেক কেটেছেন তিনি।

বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মেয়ে বড় হচ্ছে। মনে হচ্ছে, এই তো সেদিন এতটুকু ছিল। মেয়ে এখন বুঝতে শিখেছে। সেজন্য বলেছে, আম্মু তুমি শুটিংয়ে যাও।'

বাঁধন আরও বলেন, 'মেয়ে আমার জীবনের সেরা উপহার। মেয়ে আমার শক্তি। ওর কাছ থেকে পাওয়া শক্তি আমাকে সামনে এগিয়ে যাবার সাহস জোগায়।'

বাঁধন ও সায়রা। ছবি: সংগৃহীত

'মেয়ে আমার ভালো বন্ধুও। আমরা গল্প করি, আবার ঝগড়াও করি', বলেন বাঁধন।

স্মৃতি হাতড়ে বাঁধন বলেন, 'মেয়ের জন্ম অক্টোবরের ৬ তারিখে। ওর জন্মের মাসটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের। কেন না, অক্টোবর ও নভেম্বরে রেহানা মরিয়ম নূরের শুটিং করেছিলাম। আবার সেই অক্টোবরে নতুন ওয়েব সিরিজ 'গুটি'র শুটিং করছি।'

বাঁধন ও তার মেয়ে সায়রা প্রায়ই একই রকমের পোশাক পরেন। কোথাও গেলেও দুজনে ম্যাচিং করে পোশাক পরে যান। এ বিষয়ে বাঁধন বলেন, 'ম্যাচিং করাটা একটা শখে পরিণত হয়েছে। ভীষণ ভালো লাগে। তা ছাড়া মেয়ের সঙ্গে বন্ডিংটাও ভালো।'

বাঁধন ও সায়রা। ছবি: সংগৃহীত

সায়রার জন্মদিন উপলক্ষে বাঁধনের শুটিং ইউনিট থেকে পাঠানো হয়েছে কেক। শুটিংয়ের কেক পেয়ে সায়রা খুব খুশি বলে জানান বাঁধন। তিনি বলেন, 'মেয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, এটুকুই চাওয়া।'

 

Comments