ফারিণের কলকাতার প্রথম সিনেমার মুক্তি ২ ডিসেম্বর

বাংলাদেশের তরুণ প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত কলকাতার সিনেমা 'আরো এক পৃথিবী' আগামী ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।
কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।
অতনু ঘোষ পরিচালিত এই সিনেমার আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বোসসহ অনেকেই।
তাসনিয়া ফারিণ দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় বলেছিলেন, 'কলকাতায় আমার প্রথম সিনেমা "আরো এক পৃথিবী"। এই সিনেমার প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। এটা ১১ বছরের একটা জার্নির গল্প। যেখানে আমার অভিনীত চরিত্রটি নিজের আসল পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।'
তিনি আরও বলেন, 'অতনু দা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি সিনেমায় কী চান, কী করতে হবে, সবকিছু জানেন। সিনেমায় আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। অন্যদের মতো আমিও অপেক্ষা করছি সিনেমাটি পর্দায় দেখার জন্য।'
Comments