দুর্নীতির বিরুদ্ধে জয়ী হলাম: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
নিপুণ। ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই বলে। 

এ বিষয়ে নিপুণ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ কী পরিমাণ ভালো লাগছে বোঝাতে পারবো না। একটা দুর্নীতির বিরুদ্ধে জয়ী হলাম। অনেক ভালো লাগছে। এখন স্বাধীনভাবে চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ করতে পারব। যেসব কাজ করতে অন্যায়ভাবে তারা বাধা দিয়েছে এখন করতে পারব।'

 

Comments