ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি: অপূর্ব

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। 'বড় ছেলে' নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন তিনি। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় তিনি মেতে উঠেছেন।
অপূর্ব। স্টার ফাইল ফটো

টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। 'বড় ছেলে' নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন তিনি। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় তিনি মেতে উঠেছেন।

অপূর্ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছোটবেলা থেকে খেলা আমার প্রিয়। ফুটবল ও ক্রিকেট ২টিই পছন্দ করি। আমার ছেলেবেলা কেটেছে মোহাম্মদপুরে। ইকবাল রোডের কাছে একটি মাঠ আছে। ওই মাঠে অনেকদিন ফুটবল খেলেছি।'

'এখনো ফুটবল খেলা দেখতে টিভির সামনে বসার পর ইকবাল রোডের সেই খেলার মাঠের কথা চোখে ভাসে। খেলা মানেই উত্তেজনার। কিন্তু, আমি মনে করি ফুটবল খেলায় উত্তেজনা বেশি। ৪ বছর পর পর বিশ্বকাপ খেলা শুরু হয়। এবারও শুরু হয়েছে। আমার প্রিয় দল ব্রাজিল,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি। এবারও ব্রাজিলের প্রথম খেলা দেখেছি। কিন্তু, খেলা দেখার সময় একধরণের কষ্ট কাজ করেছে। বাবাকে খুব মিস করেছি খেলা দেখার সময়।'

অপূর্ব বলেন, 'বাবাও ব্রাজিল সাপোর্ট করতেন। ছোটবেলা থেকেই দেখতাম বাবা ব্রাজিলের সাপোর্টার। আমিও তাই করে আসছি। বাবার সঙ্গে খেলা উপভোগ করেছি। এবার খেলা দেখব, কিন্তু বাবা নেই। এটা তো বেদনার।'

'ব্রাজিলের খেলায় আলাদা ছন্দ আছে। আলাদা একটা স্টাইল আছে। সুন্দর করে খেলে তারা। আর খেলায় তো হার-জিত থাকবেই। এখনো বলা মুশকিল কে চ্যাম্পিয়ন

হবে। কিন্তু, আমার পছন্দের দল ব্রাজিল চ্যাম্পিয়ন হোক অবশ্যই চাইব। ব্রাজিলের জন্য আমার ভালোবাসা ও শুভকামনা।'

তিনি বলেন, 'খেলায় উত্তেজনা থাকবে। খেলা মানেই তো উত্তেজনা। কিন্তু, সমর্থকদের মধ্যে যেন যেন ঝগড়া না হয়। আরেকটি কথা, নিজের দেশকে সব থেকে বেশি ভালোবাসি। এরপর অন্যদেশের খেলা। আমার ভক্তদের বলব, খেলা দেখুন সুন্দর পরিবেশে এবং অবশ্যই শান্তি বজায় রেখে।'

Comments