আমজাদ হোসেন বড় মাপের পরিচালক ছিলেন: ববিতা

ছবি: সংগৃহীত

এদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। নয়ন মনি, গোলাপি এখন ট্রেনে, দুই পয়সার আলতা, ভাত দে, জন্ম থেকে জ্বলছি, সুন্দরীসহ অনেক সিনেমা পরিচালনা করে ঢাকাই চলচ্চিত্রকে সমৃদ্ধ করে গেছেন তিনি।

আজ ১৪ ডিসেম্বর আমজাদ হোসেনের প্রয়ান দিবস। তার পরিচালিত নয়ন মনি, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী সিনেমায় অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রনায়িকা ববিতা।

আমজাদ হোসেনকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ববিতা।

তিনি বলেন, 'আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী সিনেমার একটি গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। গানটি হচ্ছে- আমি আছি থাকবো ভালোবেসে মরবো। সুন্দরী সিনেমায় আমি অভিনয় করেছিলাম। এই বিখ্যাত পরিচালকের সঙ্গে কয়েকটি সিনেমা করার সুযোগ হয়েছিল আমার। সুন্দরী সিনেমার গানটির আবেদন আরো বহু বছর থাকবে।'

'নয়ন মনি ঢাকাই সিনেমার ইতিহাসে একটি আলোচিত সিনেমা। অসম্ভব সাড়া জাগানো এই সিনেমার কথা এখনো মানুষ মনে রেখেছেন। আমজাদ হোসেনের পরিচালনায় নয়ন মনি সিনেমায় অভিনয় করে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছিলাম,' বলেন তিনি।

ববিতা আরও বলেন, 'নয়ন মনি সিনেমা একটি ইতিহাস হয়ে আছে। কখনো ভাবিনি নয়ন মনি এতটা সাড়া পাবে, এভাবে মানুষের ভালোবাসায় সিক্ত হবে। যাই হোক, নয়ন মনি সিনেমায় ফারুক ভাই ও আমি জুটি হিসেবে অভিনয় করি। এদেশের দর্শকরা জুটিটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন। নয়ন মনি সিনেমায় অভিনয় করে সববয়সী সিনেমাপ্রেমীদের মন জয় করতে পেরেছিলাম। এর সব কৃতিত্ব পরিচালক আমজাদ হোসেনের। তার অবদানের কথা ভোলা সম্ভব নয়।'

'নয়ন মনি সিনেমার পর সুন্দরী সিনেমায় অভিনয় করি এবং পর পর দুটি সিনেমা দর্শকনন্দিত হয়।'

পরিচালক আমজাদ হোসেন সম্পর্কে তিনি বলেন, 'তিনি খুব বড় মাপের পরিচালক ছিলেন। কত বড় মাপের পরিচালক ছিলেন তা অল্প কথায় বলে শেষ করা সম্ভব নয়। একদিকে বড় মাপের পরিচালক, অন্যদিকে ভীষণ গুণী মানুষ ছিলেন। পরিচালনা, অভিনয়, লেখালেখি-গুণের শেষ নেই।'

'অসম্ভব গুণী এই পরিচালকের গোলাপি এখন ট্রেনে সিনেমাটি শহর গ্রাম সবখানে পৌঁছে গিয়েছিল। গোলাপি এখন ট্রেনে আরেকটি কালজয়ী সৃষ্টি তার। আমার সৌভাগ্য হয়েছিল এই সিনেমায় অভিনয় করার। এখনো সিনেমাটির নাম উঠে আসে ভালো সিনেমার তালিকায়। এখানেই তার কৃতিত্ব,' বলেন তিনি।

'সিনেমা পরিচালনায় এতটা যত্ন, এতটা নিখুঁত, এতটা মনোযোগি থাকতেন যা সচরাচর দেখা যেত না। এজন্যই তার সিনেমাগুলো বছরের পর বছর ধরে টিকে আছে। টিকে থাকবে আরো বহু বছর। প্রয়ান দিবসে তার প্রতি শ্রদ্বা এবং তার আত্নার জন্য প্রার্থনা করছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

10h ago