চলতি মাসেই মৃণাল সেনের বায়োপিকের শুটিং

চলতি মাসেই মৃণাল সেনের বায়োপিকের শুটিং

ভারতীয় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে সৃজিত মুখার্জী একটি সিনেমা বানাবেন এবং সেই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী; এই খবর অনেকের জানা। তবে এবার জানা গেল কাঙ্ক্ষিত সিনেমার শুটিং শুরুর কথা।

দ্য ডেইলি স্টারকে চঞ্চল চৌধুরী বলেন, চলতি মাসে পদাতিক সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমার সমস্ত ভাবনা এখন পদাতিকের মৃণাল সেনকে নিয়ে।

চঞ্চল চৌধুরী আরও বলেন, 'সত্যি কথা বলতে পদাতিক সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। কিন্তু বাবার মৃত্যুর জন্য তারিখটি পিছিয়ে গেছে।'

গতকাল পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের শোবিজ অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যেও লুকটি নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গেছে। এমনভাবে লুকটি প্রকাশ করা হয়েছে, হুবহু মৃণাল সনের মতোই দেখাচ্ছে চঞ্চল চৌধুরীকে।

এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, শিল্পীর কাজই চরিত্রের সঙ্গে মিশে যাওয়া।
এইরকম একজন বিখ্যাত পরিচালকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি যা আমার জন্য বড় একটি ঘটনা হতে চলছে। সেজন্য লুকটি যেন তার মতোই হয় তেমন চেষ্টা করেছি।

অবশ্য এটা মেকআপশিল্পী সোমনাথ কুণ্ডুর বিরাট অবদান। তার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যোগ করেন চঞ্চল চৌধুরী।

উল্লেখ্য, ৩ দিন আগে পদাতিক সিনেমার পোস্টার শেয়ার করেন বলিউডের
কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন।

পদাতিক সিনেমায় চঞ্চল চৌধুরীর স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মনামী।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago