নতুন সিনেমার শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান 

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। কিন্তু, দেশে ফিরে কোনো নতুন সিনেমার শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
Sakib Khan
শাকিব খান। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকার পর গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। কিন্তু, দেশে ফিরে কোনো নতুন সিনেমার শুটিং না করেই আবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

আগামীকাল মঙ্গলবার সকালে দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন শাকিব খান।

শাকিব খান সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, এবারে তার সফর ১৫ দিনের বলে জানা গেছে।

শাকিব খান দেশে ফিরে গত ৫ মাসে 'আগুন' ও 'লিডার : আমিই বাংলাদেশ' নামের দুটি সিনেমার বাকি অংশের কাজ শেষ করেছেন। তারপর অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে দুবাইয়ে যান।

এর আগে, ২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান।

Comments