৩ মার্চ মুক্তি পাচ্ছে রোজিনা পরিচালিত প্রথম সিনেমা

ঢাকাই সিনেমায় রোজিনার ক্যারিয়ার শুরু ৪ দশক আগে। অনেক সুপারহিট সিনেমার নায়িকা তিনি। দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছেন নিজের অভিনয় দিয়ে। এবারই প্রথমবার সিনেমা পরিচালনা করছেন তিনি।  সিনেমাটির নাম ‘ফিরে দেখা’।
রোজিনা, ফিরে দেখা,
রোজিনা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় রোজিনার ক্যারিয়ার শুরু ৪ দশক আগে। অনেক সুপারহিট সিনেমার নায়িকা তিনি। দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছেন নিজের অভিনয় দিয়ে। এবারই প্রথমবার সিনেমা পরিচালনা করছেন তিনি।  সিনেমাটির নাম 'ফিরে দেখা'।

'ফিরে দেখা' সেন্সর ছাড়পত্র পেয়েছে গত বছর। এটি সরকারি অনুদানের সিনেমা। এবার জানা গেল সিনেমাটির মুক্তির খবর।

দ্য ডেইলি স্টারকে রোজিনা বলেন, 'আগামী ৩ মার্চ সিনেমাটি মুক্তি দেব। সবকিছু চূড়ান্ত করেছি। অনেক স্বপ্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি। আমি চাই দর্শকরা হলে এসে সিনেমাটি দেখুক। ফিরে দেখা নিয়ে আমি আশাবাদী।'

তিনি আরও বলেন, 'এই সিনেমায় মুক্তিযুদ্ধের কথা উঠে এসেছে। সত্য ঘটনা অবলম্বনে ফিরে দেখা সিনেমার গল্প। আশা করছি সবার ভালো লাগবে।'

'ফিরে দেখা' সিনেমাতে অভিনয়ও করেছেন রোজিনা। তার বিপরীতে আছেন ইলিয়াস কাঞ্চন। নিরব ও স্পর্শিয়া সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করেছেন।

Comments