আজ আব্বা বেঁচে থাকলে তাকে নিয়ে আসতাম: জাতীয় পুরস্কার হাতে মীর সাব্বির

মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা 'রাত জাগা ফুল'। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য এ বছর সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
মীর সাব্বির। ছবি: সংগৃহীত

মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা 'রাত জাগা ফুল'। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য এ বছর সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গতকাল পুরস্কার গ্রহণ করেছেন তিনি। এসময় দর্শক সারিতে ছিলেন মীর সাব্বিরের মা, বোন, স্ত্রী ও সন্তান। 

মীর সাব্বির বলেন, 'আজকের দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সারাজীবন মনে পড়বে দিনটির কথা। আব্বা বেঁচে নেই। আব্বা বেঁচে থাকলে আজ সঙ্গে নিয়ে আসতাম। মা আছেন । মাকে নিয়ে এসেছি।'

'আমার বোন এসেছে। স্ত্রী-সন্তান এসেছে। এখানে সহশিল্পীরাও আছেন। কিছু কিছু স্মৃতি মানুষ কখনো ভুলতে পারে না। আমার বেলায় এটিও তেমন একটি স্মৃতি,' বলেন তিনি।

পুরস্কার গ্রহণের সময় মীর সাব্বিরের মাথায় ছুঁয়ে আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্নেহ করেন এটা আমার জন্য বড় বিষয়। তিনি আমাকে বলেছেন, "তোমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে"। তিনি আমার মাথায় ছুঁয়ে আশীর্বাদ করেছেন। এটাও আমার জন্য অনেক কিছু। এই সুন্দর মুহুর্তটির কথাও ভুলব না।'

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণের পর থেকেই কাছের মানুষ, সহশিল্পী-কুশলীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন মীর সাব্বির। তিনি বলেন, 'এত মানুষ আমাকে ভালোবাসেন, যা বলে শেষ করতে পারব না । সত্যি আমি  ঋণী, সবার ভালোবাসায় আমি মুগ্ধ।'

মীর সাব্বির অভিনয় করছেন ২০ বছরেরও বেশি সময় ধরে । টেলিভিশন নাটকে তার ব্যস্ততা এখনো চোখে পড়ার মতো । সম্প্রতি 'ডিম' নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন অনেক নাটক। মীর সাব্বির বলেন, 'নতুন ধারাবাহিক নাটক পরিচালনার পরিকল্পনা করছি। সত্যি কথা বলতে দর্শকদের কথা বলতেই হয়। তারা আমার অভিনয় পছন্দ করেন,আমাকে ভালোবাসেন, এজন্য দর্শকদের কৃতজ্ঞতা জানাই।'

Comments

The Daily Star  | English

Tax collection falls short of IMF loan condition

government falls Tk 17,946 crore short of the revenue last fiscal year as one of IMF's $4.7 billion loan conditions

8h ago