এই খবরে আমরা বিশেষভাবে আপ্লুত: জয়া আহসান

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ‘পেয়ারার সুবাস’।
মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, পেয়ারার সুবাস, নুরুল আলম আতিক, জয়া আহসান,
পেয়ারার সুবাস সিনেমার দৃশ্যে জয়া আহসান। ছবি: সংগৃহীত

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে 'পেয়ারার সুবাস'।

আগামী ২৬ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান বলেন, 'এই সিনেমাটি আমার অন্যতম পছন্দের কাজ। নুরুল আলম আতিক পরিচালিত 'পেয়ারার সুবাস' ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে- ১৪+ সিকোয়েল, দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্টসহ ১২টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিনেমার সঙ্গে নির্বাচিত হয়েছে। এ খবরে আমরা বিশেষভাবে আপ্লুত। 'পেয়ারার সুবাস' ভিন্নধর্মী বাংলা সিনেমা। বিশ্বের দরবারে এই সিনেমার অভিযান আরও উজ্জ্বল হোক।'

জয়া আহসান ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকে।

Comments