ভারতে জয়া আহসানের ‘পুতুলনাচের ইতিকথা’

জয়া আহসান। ছবি: সংগৃহীত

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বেশকিছু নতুন সিনেমা চলতি বছর মুক্তি পেতে চলেছে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন সিনেমা 'পুতুলনাচের ইতিকথা'।

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা' থেকে এই সিনেমার গল্প নেওয়া হয়েছে। জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়।

'পুতুলনাচের ইতিকথা' সিনেমা প্রসঙ্গে জয়া আহসান বলেন, কালজয়ী একটি উপন্যাস পুতুলনাচের ইতিকথা। এমন একটি সৃষ্টি থেকে নির্মিত সিনেমায় অভিনয় করে ভালো লাগছে।

'দর্শকরা আমাকে কুসুম চরিত্রে পর্দায় দেখবেন।'

সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

'পুতুলনাচের ইতিকথা' সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।

উল্লেখ্য, ভারতীয় বাংলা সিনেমায় জয়া আহসান 'আবর্ত' সিনেমা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। সেই সিনেমায় তার বিপরীতে ছিলেন আবীর চট্টোপাধ্যায়।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago