কবরীর নামে যে শহরে রাস্তা আছে

কবরী রোড
সেতাব মঞ্জিলের সামনে কবরী রোড। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে' সারাহ কবরী নেই আজ ২ বছর। ২০২১ সালের ১৭ এপ্রিল এ নায়িকা পাড়ি জমান অনন্তের ঠিকানায়।

তার অসংখ্য কালজয়ী সিনেমার মধ্যে আছে—'সুতরাং', 'হীরামন', 'সুজন সখী', 'ময়নামতি', 'চোরাবালি', 'পারুলের সংসার', 'বিনিময়', 'রংবাজ', 'বধূ বিদায়', 'সারেং বউ', 'আগন্তুক', 'বাহানা' ও 'তিতাস একটি নদীর নাম'।

এসব সিনেমার চরিত্রগুলো অনন্তকাল বেঁচে থাকবেন দর্শকদের মনের মধ্যে।

কিংবদন্তি এই অভিনেত্রীর নামে দেশের এক শহরে রাস্তা আছে।

কবরী অভিনীত 'কখগঘঙ' সিনেমার শুটিং হয়েছিল চুয়াডাঙ্গা শহরে। এটা ১৯৬৯ সালে ঘটনা। সেসময় সিনেমার শুটিংয়ের কারণে চুয়াডাঙ্গা শহরের 'সেতাব মঞ্জিল'-এ থাকতেন কবরী-রাজ্জাকসহ পুরো টিম। সেই বাড়িকে কেন্দ্র করে রাস্তাটির নাম হয়েছে 'কবরী রোড'।

ওই সিনেমার চিত্রগ্রাহক প্রয়াত বেবী ইসলাম শুটিংয়ের খরচ কমাতে নিজ শহর চুয়াডাঙ্গায় সিনেমার চিত্রগ্রহণ করছিলেন। সিনেমাটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা।

চুয়াডাঙ্গার কয়েকটি স্থানে শুটিং হওয়া 'কখগঘঙ' ১৯৭২ সালে মুক্তি পায়। কবরী রোডের ওই বাড়িটা এখন পরিণত হয়েছে 'কবরী মেসে'।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago