দ্বিতীয় সপ্তাহে ‘পাঠান’, বাড়ছে হলের সংখ্যা

ছবি: স্টার

দ্বিতীয় সপ্তাহে বাড়ছে 'পাঠান' সিনেমার হলের সংখ্যা। আগামীকাল থেকে ৪৩টি হলে চলবে বলিউডের আলোচিত সিনেমাটি।

গত ১২ মে সারা দেশের ৪১টি সিনেমা হলে মুক্তি পায় পাঠান। প্রতিদিন ২০৬টি শো চলছিল। দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বাড়লেও কমেছে শো। ১৮৫টি করে শো চলবে আগামীকাল শুক্রবার থেকে।

সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারছে না। তবে, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মোটামুটি ভালো চলছে হিন্দি সিনেমাটি।

ছবি: স্টার

মাল্টিপ্লেক্সগুলোতে সরেজমিনে দেখা গেছে, শুধু ছুটির দিনে দর্শক সমাগম থাকছে। অন্য দিনগুলোতে মোটামুটি চলছে সিনেমাটি।

সিনেমা হল মালিকদের দীর্ঘ দিনের চাওয়া ছিল হিন্দি সিনেমার আমদানি। বলিউডের 'পাঠান' মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হয়েছে।

'পাঠান' সিনেমাটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দ্বিতীয় সপ্তাহে এসে হল সংখ্যা বেড়েছে পাঠান সিনেমায়। তবে কিছুটা কমেছে শোয়ের সংখ্যা। আরও কিছু দিন সিনেমাটি বাংলাদেশের দর্শকরা দেখবে বলে আমার ধারণা। আগামীতে বলিউডের আলোচিত সিনেমাগুলো মুক্তি পাবে আমাদের এখানে।'

বেশ কয়েকজন দর্শক 'পাঠান' সিনেমা দেখা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, পাঠান সিনেমা দেখে বিনোদিত হয়েছেন। পুরোপুরি বিনোদন নির্ভর সিনেমা বলতে যা বোঝায় এই সিনেমাটা তাই।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই। মুক্তির ১ মাসে সিনেমাটি হাজার কোটির বেশি ব্যবসা করেছে। বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি হওয়ার গৌরব অর্জন করে 'পাঠান'।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

12h ago