রোদেলা দুপুরে আড্ডায় মাতলেন মাহফুজ-বুবলি

আসছে ঈদে মুক্তি পাবে মাহফুজ আহমেদ ও শবনম বুবলি অভিনীত ‘প্রহেলিকা’।
শবনম বুবলি, মাহফুজ আহমেদ, চয়নিকা চৌধুরী, প্রহেলিকা,
রাজধানীর একটি রেস্তোরাঁয় আড্ডা মেতে ওঠেন ‘প্রহেলিকা’ টিম। ছবি: স্টার

আসছে ঈদে মুক্তি পাবে মাহফুজ আহমেদ ও শবনম বুবলি অভিনীত 'প্রহেলিকা'। মুক্তির আগে সিনেমাটি নিয়ে বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আড্ডা মেতে ওঠেন 'প্রহেলিকা' টিম।

পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, 'আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি। ঈদে 'প্রিয়তমা', 'অন্তর্জাল'সহ অনেক ভালো সিনেমা আসছে। আমরা সব সিনেমা দেখব। এর পাশে 'প্রহেলিকা' সিনেমাও দেখব।'

মাহফুজ আহমেদ বলেন, 'আজ আমি শুধু শুনতে এসেছি। আপনারা আমাদের নিয়ে বলবেন আমরা শুনব। আমি মনা আর (অর্পা) শবনম বুবলি এসেছি, আপনাদের কথা শুনতে। দীর্ঘ

৪ বছর পর 'প্রহেলিকা' সিনেমার মাধ্যমে নতুন সিনেমা নিয়ে ফিরেছি আমি। এটা হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলিকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশাকরি ভালোকিছু পাবে দর্শক।'

শবনম বুবলি বলেন, 'আমরা অন্যরকম একটি আড্ডা দিতে এসেছি। আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি। আমরা শুধু 'প্রহেলিকা' সিনেমা নিয়ে আড্ডা দেব। একটা ভালো সিনেমা করেছি। বলব না বিশাল কিছু বানিয়ে ফেলেছি। আপনারা গণমাধ্যমের বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি। আশাকরি আপনাদের পাশে পাব।'

সিনেমাটির প্রথম গান 'মেঘের নৌকা' ইতোমধ্যে আলোচিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল।

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত 'প্রহেলিক' সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ এবং সাবিহা জামানসহ অনেকে।

Comments