অবশেষে মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'অমানুষ' সিনেমায় দেখা যাবে তাদের। আগামী ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটির পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমা দর্শক দেখবে তার প্রথম কারণ গল্প। এ ছাড়া, মিথিলার প্রথম সিনেমা এটি। দেশ সেরা খ্যাতিমান অভিনয়শিল্পীরা এই সিনেমায় অভিনয় করেছেন, তাই দর্শকরা সিনেমা দেখতে আসবেন। আমার ইচ্ছা আছে সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে ৫০টির বেশি হলে চালানোর। পরে ধীরে ধীরে হলের সংখ্যা বাড়ানো হবে।'

গত বছরের এপ্রিলে বান্দরবানে 'অমানুষ' সিনেমার শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। করোনা মহামারিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই পুরো সিনেমার কাজ করেছেন শিল্পীরা।

'অমানুষ' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে মিথিলার। এই সিনেমায় আরও অভিনয় করেছেন- নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
chief adviser muhammad yunus speech

Signs of conspiracies by defeated forces becoming evident: CA

Political parties must make their unity against fascism more visible, says Yunus

57m ago