টিএম ফিল্মসের ২ সিনেমা পরিচালনায় অংশু ও রায়হান রাফী

প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের দুটি সিনেমা পরিচালনা করবেন তানিম রহমান অংশু ও রায়হান রাফী।
প্রযোজক ফারজানা মুন্নীর সঙ্গে তানিম রহমান অংশু ও রায়হান রাফী। ছবি: সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের দুটি সিনেমা পরিচালনা করবেন তানিম রহমান অংশু ও রায়হান রাফী।

গণমাধ্যমে পাঠানো টিএম ফিল্মসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রযোজক ফারজানা মুন্নী বলেন, 'বাংলাদেশের মানুষের চলচ্চিত্রের প্রতি ভালোবাসাকে পুঁজি করে আমরা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের লক্ষ্য নিয়েছি। অংশু ও রাফী দুজনই পরীক্ষিত নির্মাতা।'

পরিচালক তানিম রহমান অংশু বলেন, 'আরও ৩ বছর আগেই হয়ত ঘোষণাটা আসত। কিন্তু করোনা মহামারির কারণে হয়নি। তবে এমন নির্মাণের জন্য এটাই সঠিক সময়।'

Comments