সুড়ঙ্গ গণমানুষের সিনেমা: নিশো

আমি আরামপ্রিয় না, পরিশ্রমী অভিনেতা: আফরান নিশো
আফরান নিশো। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটক ও ওটিটির জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুনামের সঙ্গে প্রায় ২ দশক ধরে তিনি অভিনয় করছেন। অসংখ্য ভক্ত রয়েছে তার। দীর্ঘ অভিনয় জীবনে এবারই প্রথম তাকে সিনেমায় দেখা যাবে। রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমা আগামীকাল ঈদের দিন ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সুড়ঙ্গ সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন আফরান নিশো।

দ্য ডেইলি স্টার: সুড়ঙ্গ আপনার প্রথম সিনেমা। কতটা কষ্ট করেছেন এটার জন্য?

আফরান নিশো: খুব কষ্ট করেছি চরিত্রটির জন্য। অনেক পরিশ্রম করেছি। শতভাগ দরদ ও ভালোবাসা দিয়ে শুটিং করেছি। যত্ন নিয়ে চরিত্রটি করেছি। কোনো ছাড় দিইনি। মন-প্রাণ উজাড় করে শুধু অভিনয় করেছি।

আফরান নিশো। ছবি: সংগৃহীত

ডেইলি স্টার: মাসুদ চরিত্রে অভিনয় করেছেন। আপনার মধ্যে মাসুদকে কতটা খুঁজে পাবে দর্শকরা?

নিশো: দর্শকরা একজন মাসুদকেই খুঁজে পাবেন নিশোর মধ্যে। আমাকে নয়, পর্দায় তারা দেখতে পাবেন মাসুদকে। আমার মধ্যে একজন মাসুদকে খুঁজে পাবেন দর্শকরা। সত্যি সত্যি যদি আমার মধ্যে মাসুদকে খুঁজে পান, সেটাই আমার প্রাপ্তি। আশা করছি সেটা পাবেন। একজন মাসুদ হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছি।

ডেইলি স্টার: প্রথম সিনেমা মুক্তির আগেই কতটা সাড়া পাচ্ছেন চারদিক থেকে?

নিশো: সুড়ঙ্গ সিনেমার পোস্টার থেকে শুরু করে সবকিছুর জন্য চারদিকে আলোচনা হচ্ছে। এটা সিনেমাটির জন্য পজিটিভ দিক। অসম্ভব সাড়া পাচ্ছি সবদিক থেকে। সাড়া পাওয়ার পাশাপাশি তুমুলভাবে প্রশংসা করছেন সবাই।

ডেইলি স্টার: রাত পোহালেই ঈদ এবং ২৮টি প্রেক্ষাগৃহে আপনার সিনেমা মুক্তি পাচ্ছে। কোনো ভয় কাজ করছে?

আফরান নিশো। ছবি: শাহরিয়ার কবীর হিমেল

নিশো: দেখুন, দর্শকদের প্রতি আমার বিশ্বাস, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আছে। সিনেমায় আমি প্রথম, কিন্তু অভিনয়ে প্রথম নই। অভিনয়ে আমার অনেক বছরের জার্নি। কোনোরকম ভয় কাজ করছে না। কোনোরকম চিন্তাও কাজ করছে না।

ডেইলি স্টার: কোন শ্রেণির দর্শকদের জন্য সুড়ঙ্গ সিনেমাটি?

নিশো: সবার জন্য এই সিনেমা। সব শ্রেণির দর্শকদের জন্য এই সিনেমা। সুড়ঙ্গ গণমানুষের সিনেমা। একটি সিনেমার প্রাণ হচ্ছে দর্শক। সুড়ঙ্গ দর্শকদের ভালোবাসায় ভাসবে। আমার ভেতরের বিশ্বাস থেকে এটা বলছি।

আফরান নিশো। ছবি: সংগৃহীত

ডেইলি স্টার: প্রথম সিনেমা করতে গিয়ে কার কাছে বেশি কৃতজ্ঞ?

নিশো: এককভাবে কারও কাছে না, পুরো টিমের কাছে আমি কৃতজ্ঞ। পুরো টিম প্রচণ্ড সাপোর্ট দিয়েছে।

Comments

The Daily Star  | English
Prof Yunus in Time magazine's 100 list 2025

Time’s List: Yunus among 100 most influential people

Chief Adviser Prof Muhammad Yunus has been named among TIME magazine’s 100 Most Influential People of 2025.

4h ago