যুক্তরাষ্ট্রের গল্প ‘ফ্ল্যাশ ইট’, শুটিংও সেখানে

রনি ভৌমিকের পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ফ্ল্যাশ ইট’।
পরিচালক রনি ভৌমিক ও অভিনেতা আনিসুর রহমান মিলন। ছবি: সংগৃহীত

প্রথম সিনেমা 'মৃধা বনাম মৃধা' দিয়েই দর্শকের মন জয় করেছেন পরিচালক রনি ভৌমিক। এ সিনেমা দিয়ে দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়ক সিয়াম আহমেদ। 

রনি ভৌমিকের পরিচালিত দ্বিতীয় সিনেমা 'ফ্ল্যাশ ইট'। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কলম্বিয়ান অভিনেত্রী জিমেনা এরিকা, গ্যাব্রিয়েলা মরেনো, প্রীতম চৌধুরী প্রমুখ।

পরিচালক রনি ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত মে মাসে সিনেমাটির কাজ শুরু করি। শুটিং একদম শেষ পর্যায়ে। যুক্তরাষ্ট্রেই শুটিং হচ্ছে।'

সিনেমাটির গল্প প্রসঙ্গে রনি জানান, বাংলাদেশ থেকে আসা একজন সাধারণ মানুষের চোখে স্বপ্নের রাজ্য আমেরিকাকে খুঁজে বেড়ানোর গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পে উঠে আসবে একজন মানুষের উত্থান-পতন, প্রাপ্তি-অপ্রাপ্তি ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা।

সিনেমাটির নির্বাহী প্রযোজক নোভা ফিরোজ। গল্প লিখেছেন অপূর্ব পাল অর্ক, সংলাপ লিখেছেন স্নেহাশিস চক্রবর্তী ও নোভা ফিরোজ, চিত্রনাট্য করেছেন রনি ভৌমিক, অপূর্ব পাল ও স্নেহাশিস। 
সিনেমাটিতে সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। 

Comments

The Daily Star  | English

Over 15,900 Palestinians killed in Gaza since Oct 7

More than 15,900 Palestinians, including 250 health workers, have been killed in Gaza since the outbreak of war on October 7, the Palestinian health minister said today

49m ago