অস্ট্রেলিয়ায় ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার প্রথম সপ্তাহের সব টিকিট বিক্রি হয়ে গেছে

কামরুজ্জামান রনি আরও বলেন, ‘২০ সেপ্টেম্বর পর্যন্ত বেশিরভাগ হলের টিকিট বিক্রি শেষ। আর প্রথম সপ্তাহের টিকিট পুরোপুরি সোল্ডআউট।’
‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার পোস্টার।

হৃদি হক পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ১৯৭১ সেই সব দিন আজ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির ছয় শহরের ১৩ হলে দেখানো হচ্ছে এই সিনেমা।

১৯৭১ সেই সব দিন সিনেমার  নির্বাহী প্রযোজক কামরুজ্জামান রনি দ্য ডেইলি স্টারকে জানান, অস্ট্রেলিয়ায় ছবিটি মুক্তির আগেই এক সপ্তাহের টিকিট বিক্রি হয়ে গেছে।

'এক সপ্তাহের টিকিট সোল্ডআউট', বলেন তিনি।

রনি বলেন, 'অস্ট্রেলিয়ায় আজ মুক্তি পেয়েছে "১৯৭১ সেই সব দিন"। মুক্তির আগেই বেশ কয়েক দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের জন্য এবং বাংলাদেশের সিনেমার জন্য এটা খুব খুশির খবর।

কামরুজ্জামান রনি আরও বলেন, '২০ সেপ্টেম্বর পর্যন্ত বেশিরভাগ হলের টিকিট বিক্রি শেষ। আর প্রথম সপ্তাহের টিকিট পুরোপুরি সোল্ডআউট।'

নায়ক ফেরদৌস বলেন, 'অস্ট্রেলিয়া থেকে আমার এক রিলেটিভ ফোন করে জানিয়েছে, ১৯৭১ সেই সব দিন সিনেমার টিকিট পাচ্ছে না। এটা অনেক আনন্দের খবর।'

পরিচালক হৃদি হক বলেন, 'মুক্তিযুদ্ধ অনেক আবেগের জায়গা। মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ পেয়েছি। দেশের ভেতরে সবাই সিনেমাটির প্রশংসা করছেন।'

হৃদি হক আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় সিনেমাটির দর্শক চাহিদার কথা শুনে সত্যি খুব ভালো লাগছে।'

১৯৭১ সেই সব দিন সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্টোপাধ্যায়, ফেরদৌস, লিটু আনাম, সজল, অর্ষা, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ ও সাজু খাদেম প্রমুখ।

Comments