সালাহউদ্দীন জাকীকে বৃহস্পতিবার আজিমপুরে সমাহিত করা হবে

সৈয়দ সালাহউদ্দীন জাকী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর মরদেহ আগামী বৃহস্পতিবার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ আজ মঙ্গলবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল সোমবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দীন জাকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

নাসির উদ্দীন ইউসুফ বলেন, 'সর্বজন শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত সৈয়দ সালাহউদ্দিন জাকীকে আগামী ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে।' 

পরে জোহরের নামাজের পর দেড়টায় জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। তারপর তাকে চ্যানেল আইতে নিয়ে যাওয়া হবে।

সেখানে শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে বলে জানান নাসির উদ্দীন ইউসুফ।

১৯৮০ সালে 'ঘুড্ডি' চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন সালাহউদ্দীন জাকী। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 

নির্মাতা পরিচয়ের বাইরেও তিনি কাহিনীকার, সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিলেন।

১৯৪৬ সালের ২৬ আগস্ট সালাহউদ্দীন জাকীর জন্ম। তার এক ছেলে ও এক মেয়ে কানাডায় থাকেন। 

 

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago