অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে পরীমনি

রোববার রাতে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে একটি  ছবি প্রকাশ করলেও বিস্তারিত জানাননি। 
ছবি: সংগৃহীত

নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজে প্রধান নারী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। 

কিংকর আহসানের লেখা 'রঙ্গিলা কিতাব' উপন্যাস অবলম্বনে নির্মিত এই ওয়েব সিরিজটির দ্রুতই শুটিং শুরু হবে, যা প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। 

এবারই প্রথম হইচইয়ের ওয়েব সিরিজে কাজ করছেন পরীমনি। 

সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল রোববার রাতে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে একটি  ছবি প্রকাশ করলেও বিস্তারিত জানাননি। 

তবে জানা গেছে, ভালবাসা দিয়ে নাকি সব কিছু জয় করা যায়? কিন্তু ভালবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন বিষয়বস্তু নিয়ে নির্মিত হচ্ছে এই ওয়েব সিরিজটি।
 

Comments