বাস্তবেও অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে: পূজা চেরি
গ্রামের এক কিশোরীর নায়িকা হওয়ার স্বপ্ন, সেই কারণেই ঢাকায় আসে। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। এমন এক চরিত্রে 'লিপস্টিক' সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।
সিনেমায় তার বিপরীতে আছেন আদর আজাদ। পরিচালক কামরুজ্জামান রোমান।
পূজা চেরি দ্য ডেইলি স্টারকে বললে, 'এই সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। শুধু বুচির নায়িকা হওয়ার কয়েকটি দৃশ্যের শুটিং বাকি। এটি শেষ হলেই এই সিনেমার কাজ শেষ। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখে। আমার অভিনীত বুচি চরিত্রটি ঠিক তেমন।'
তিনি আরও বলেন, 'এই চরিত্রটি সত্যি সত্যিই দারুণ। আমরা যারা সিনেমাটির সঙ্গে জড়িত তারা সবাই মন দিয়ে কাজ করেছি সিনেমাটিতে। মুক্তি পেলে সবাই সেটা বুঝতে পারবে।'
এ ছাড়া পূজা চেরি 'নাকফুল' ও 'মাসুদ রানা' নামের দুটি সিনেমার সঙ্গে যুক্ত আছেন।
Comments