যার বাবার চরিত্রে অভিনয় করেছি, তার মনে হয়েছে আমি পেরেছি: আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি আজ শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। 

দেশবাসীকে সিনেমাটি দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে বসে গতকাল প্রিমিয়ারে সিনেমাটি উপভোগ করেছেন তিনিও।

সিনেমা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কী বলেছেন এমন প্রশ্নে  দ্য ডেইলি স্টারকে আরিফিন শুভ বলেন, 'বঙ্গবন্ধুর কন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করেছেন আমি তুলে ধরতে পারেছি, আমি পেরেছি কি না সেটা ভাবার বা প্রয়োজন আমি দেখি না। যার বাবার চরিত্র করেছি তার মনে হয়েছে আমি পেরেছি। যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয়, তার বাবার চরিত্র এত সুন্দর করেছি। উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, কীভাবে করছে? কীভাবে করলা এত সুন্দর করে?' 

সিনেমাটির প্রসঙ্গে কিছু বলার আছে কি না এমন প্রশ্নে আরিফিন শুভর উত্তর, 'আমার তিন বছরের চেষ্টা সিনেমায় দেওয়া আছে। মানুষ দেখুক সেটার জন্য অপেক্ষা, নতুন করে কিছুই বলার নেই।' 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি আজ সারা দেশের ১৫৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে। 

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড় বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয়শিল্পী।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

 

Comments

The Daily Star  | English
army denies hiding bodies after jet crash

‘Army intervened in Gopalganj to save lives, not in support of any party’

Brig Gen Nazim-ud-Daula, director of Military Operations Directorate at the Army Headquarters, says

32m ago