এটা আমার জন্য রীতিমতো হ্যাটট্রিক: মিশা সওদাগর

মিশা আরও বলেন, ‘ভীষণরকম অপেক্ষা করে আছি এই সিনেমাগুলোর শুটিংয়ে অংশ নেওয়ার জন্য।’ 
মিশা সওদাগর, জাতীয় চলচ্চিত্র পুরস্কার,
মিশা সওদাগর। স্টার ফাইল ছবি

সম্প্রতি নতুন তিন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিশা সওদাগর। এই তিন সিনেমারই শুটিং হওয়ার কথা রয়েছে ভারতের তিন রাজ্যে। 

সিনেমাগুলো হচ্ছে অনন্য মামুন পরিচালিত 'দরদ', হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'কবি' ও তানিম রহমান অংশু পরিচালিত 'খেলা হবে'।

মিশা সওদাগর দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা আমার জন্য রীতিমতো হ্যাটট্রিক। এই তিন সিনেমার ধরণ একেবারে আলাদা। একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। ভিসা পেলেই  প্রথমে শাকিব খান অভিনীত 'দরদ' সিনেমার শুটিংয়ে বেনারস যাব। এটা শাকিব অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। তারপরে 'খেলা হবে' সিনেমার শুটিং হবে মুম্বাইতে, এরপর 'কবি' সিনেমার শুটিং করব কলকাতায়। 
 
মিশা আরও বলেন, 'ভীষণরকম অপেক্ষা করে আছি এই সিনেমাগুলোর শুটিংয়ে অংশ নেওয়ার জন্য।' 

Comments