'ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি'

বাপ্পারাজ। ছবি: সংগৃহীত

নায়ক বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম ট্র্যাজেডির গল্প! ত্রিভুজ প্রেম অথবা স্যাক্রিফাইসের গল্পনির্ভর সিনেমাগুলোর কারণে এই নায়ক দর্শকনন্দিত। সে কারণে বাপ্পারাজকে অনেকেই বলেন 'ব্যর্থ প্রেমের সফল নায়ক'। 

সম্প্রতি অরুণা বিশ্বাস পরিচালিত 'অসম্ভব' সিনেমার সংবাদ সম্মেলন শেষে বাপ্পারাজ দ্য ডেইলি স্টারকে এই বিষয়ে বলেন, 'আমি যদি একশ সিনেমা করে থাকি, হয়তো আট-দশটি ছবিতে এমন চরিত্রে অভিনয় করেছি। হতে পারে দর্শকদের কাছে এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো লেগেছে তাই দর্শকদের মনের মধ্যে রয়ে গেছি। এ কারণে আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছি।' 

তিনি আরও বলেন, 'অনেকেই মনে করেন আমার সব সিনেমা হয়তো এমন। অ্যাকশন, পারিবারিক গল্পের সিনেমাও অনেক করেছি। তবে হ্যাঁ, ওইসব চরিত্রগুলো হয়তো ঠিকঠাকভাবে করতে পেরেছি বলে দর্শকদের মাথায় রয়ে গেছি। ওইসব গান বা সংলাপগুলো এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ভাইরাল হতে দেখি।'

এখন কেন সিনেমায় দেখা যায় না এই প্রশ্নের উত্তরে বলেন, 'যেসব সিনেমা আমার কাছে আসে একই চরিত্র! বারবার একই চরিত্র করতে ভালো  লাগে না। বয়স হয়েছে, তাই ভারী কিছু চরিত্র করতে চাই। এখন এফডিসির বাইরে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। কথাটা আরও পাঁচ বছর আগে বলেছিলাম। মিডিয়ার ডিরেক্টররাই ভালো করছে। তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এফডিসি সিনেমাটোগ্রাফি, নির্মাণ এবং কনসেপ্ট সবদিক থেকে পিছিয়ে আছে।'

বাপ্পারাজ ১৯৮৬ সালে পিতা নায়করাজ রাজ্জাক পরিচালিত 'চাঁপাডাঙার বউ' সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন। এরপর 'জীবন যন্ত্রণা', 'ভুলনা আমায়', 'বাবা কেন চাকর'-সহ অনেক সিনেমায় অভিনয় করেন। সবশেষ 'পোড়ামন ২' সিনেমায়  দেখা গিয়েছিল তাকে।

 

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

2h ago