কী কথা বলতে চান অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস

দুই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস প্রথমবার টেলিভিশনে ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 
‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

দুই প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস প্রথমবার টেলিভিশনে 'আমি কথা বলতে চাই' অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 

আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

এই দুই চিত্রনায়িকা দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও এই প্রথম তারা কোনো টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছেন। 

অনুষ্ঠানে তারা দুজন তাদের শৈশব থেকে বর্তমান নিয়ে অনেক অজানা কথা বলেছেন। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের ওপর রচিত নাটিকার অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। কথা বলতে এবং প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা আবেগী ও নস্টালজিক হয়ে পড়েন।    

Comments