চলচ্চিত্র পরিচালক নূর মোহাম্মদ মণি মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি অশোক ঘোষের সহকারী হিসেবে ‘তুফান’ সিনেমায় কাজ করেছেন।
নূর মোহাম্মদ মণি। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক নূর মোহাম্মদ মণি মারা গেছেন। 

আজ সোমবার দুপুর ২টার দিকে স্ট্রোক করে তিনি মারা যান।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

পরিচালক সমিতির উপসচিব অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকালও তিনি এফডিসি এসেছিলেন। আজ দুপুরে নিজ বাসাতেই স্ট্রোক করে মারা গেছেন।

আজ সন্ধ্যায় এফডিসিতে তার জানাজা হওয়ার কথা।

চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি অশোক ঘোষের সহকারী হিসেবে 'তুফান' সিনেমায় কাজ করেছেন।

তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে  'প্রতিশ্রুতি', 'মা-বাপ', 'পদ্মা আমার জীবন', মালেকা সুন্দরী, ঘটের মাঝি, রাজা কেন আসামী, রানী চৌধুরানী।

Comments