আজ ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকবেন স্বস্তিকা মুখার্জি

আজ ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকবেন স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ বুধবার সন্ধ্যায় থাকবেন ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে তার অভিনীত সিনেমা 'বিজয়ার পরে' দেখানো হবে। দর্শকদের সঙ্গে স্বস্তিকাসহ সিনেমার অন্য কলাকুশলীরাও থাকবেন সেখানে।

সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক অভিজিৎ শ্রীদাস।

আজ ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকবেন স্বস্তিকা মুখার্জি
স্বস্তিকা মুখার্জি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চারদিন আগে ঢাকায় এসেছেন স্বস্তিকা মুখার্জি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরের নিচতলার সিনেপ্লেক্সে 'বিজয়ার পরে' সিনেমা নিয়ে কথা বলবেন স্বস্তিকা মুখার্জি।

আজ ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকবেন স্বস্তিকা মুখার্জি
‘বিজয়ার পরে’ সিনেমায় স্বস্তিকা। ছবি: সংগৃহীত

'বিজয়ার পরে' সিনেমাটি আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্প নিয়ে নির্মিত। এতে আরও অভিনয় করেছেন—মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত শনিবার। শুরুর দিন থেকেই দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে এই চলচ্চিত্র উৎসব।

আজ ঢাকা চলচ্চিত্র উৎসবে থাকবেন স্বস্তিকা মুখার্জি
‘বিজয়ার পরে’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

নয় দিনব্যাপী এবারের উৎসবে দেখানো হবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি চলচ্চিত্র। এর মধ্যে বাইরের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১২৩টি। আর বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

5m ago