কোকা-কোলার বিজ্ঞাপন

কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র: জীবন

‘আমি শুধু তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।’
শরাফ আহমেদ জীবন। ছবি: সংগৃহীত

কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সেই বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে আছেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা ও আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

এ বিষয়ে গতকাল সোমবার রাতে অভিনেতা শরাফ আহমেদ জীবন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকারবিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।'

তিনি কোথাও ইসরায়েলের পক্ষ নেননি এবং কখনোই ইসরায়েলের পক্ষে নন বলে দাবি করেছেন এ অভিনেতা। 

পাশাপাশি তার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে এবং মানবতার পাশে আছে এবং থাকবে বলেও আশা প্রকাশ করেছেন।

কোকাকোলার বিজ্ঞাপনের বিষয়ে তিনি বলেন, 'সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সঙ্গে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধু তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশমাত্র।'

Comments