৬ দেশে মুক্তি পাচ্ছে জংলি

জংলির নতুন পোস্টার
জংলির নতুন পোস্টার

সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা 'জংলি' মুক্তি পাচ্ছে এবারের ঈদের দিন। সেভাবেই জোর প্রচারণা চালাচ্ছেন ঢালিউডের এই দর্শকপ্রিয় নায়ক। দীর্ঘ বিরতির পর তার সিনেমা মুক্তি পাচ্ছে। তবে, দেশের বাইরেও এটি মুক্তি  পাবে।

২৫ এপ্রিল ছয়টি দেশে মুক্তি পাবে জংলি। দেশগুলো হচ্ছে—কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। আরও আছেন দীঘি।

জংলি
জংলির নতুন পোস্টারে সিয়াম। ছবি: সংগৃহীত

সিয়াম আহমেদ বলেন, জংলি আমার অনেক ভালোবাসার একটি সিনেমা। অনেক পরিশ্রম করেছি এই সিনেমার জন্য। দর্শকদের ভালো লাগবে। বিরতির পর ঈদে আমার সিনেমা আসছে।

তিনি আরও বলেন, ঈদের পর জংলি মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি দেশে। এটি আমার জন্য অনেক আনন্দের খবর। এভাবেই বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিকভাবেও দর্শক চাহিদা পূরণ করবে। দেশের সিনেমা শিল্পের জন্যও আনন্দের খবর।

'জংলি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। ভালো গল্পের একটি সিনেমা', বলেন সিয়াম।

Comments

The Daily Star  | English

If Neela Market is closed at dawn, I go to Westin, says Asif Mahmud

He visits the Neela Market on the 300-ft road for a special delicacy -- duck meat

45m ago