জংলি সিনেমার শো বাড়ার পুরো কৃতিত্ব দর্শকদের: সিয়াম

জংলি সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া 'জংলি' সিনেমার শো বেড়েছে গতকাল শুক্রবার থেকে। স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির ১৪টি করে শো প্রদর্শিত হচ্ছে। এই সিনেমার নায়ক সিয়াম আহমেদ।

'জংলি' সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া, শো বাড়ানোসহ অনেক বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের কথা বলেছেন সিয়াম আহমেদ।

তিনি বলেন, সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, শেষ পর্যন্ত জংলি সিনেমার শো বেড়েছে। শুক্রবার থেকে বেড়েছে। অনেক খুশি আমি এবং পুরো টিম। অনেক বেশি আনন্দিত।

'৮৫ বছর বয়সী একজন নারী জংলি দেখতে এসেছিলেন তিন প্রজন্ম মিলে। এটা তো আমার এবং পুরো টিমের জন্য আনন্দের সংবাদ। আমার দাদার বয়সী অনেক দর্শকদের দেখেছি সিনেমাটি দেখতে। বাবার বয়সী অনেক দর্শকরা এসেছেন।'

দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন—জানতে চাইলে সিয়াম বলেন, কিছু কিছু প্রতিক্রিয়ার কথা ভুলতে পারব না। অনেক দিন মনে থাকবে। বাবারা তো কাঁদতে চান না। বাবারাই সংসার ধরে রাখেন, কষ্ট গোপন রাখেন। কিন্তু জংলি দেখে অনেক বাবা কাঁদতে কাঁদতে হল থেকে বের হয়েছেন। এখানেই আমাদের সফলতা। এটাই আমাদের প্রাপ্য।

শুক্রবার থেকে শো বাড়লেও শুরুতে কেন কম ছিল—এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, সত্যি কথা বলতে শো বাড়ার পুরো কৃতিত্ব দর্শকদের। আমাদের কোনো বাড়তি শক্তি ছিল না, আমাদের আসলে কেউ নেই, শুধু আছেন দর্শকরা। দর্শকরাই সবখানে বলছেন জংলি শক্তিশালী গল্পের সিনেমা এবং সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা। তাদের চাহিদার কারণেই শো বেড়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মায়ের বয়সী অনেক নারী হল থেকে বের হয়ে আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছেন। অনেক মায়েরা পরিবার নিয়ে সিনেমাটি দেখেছেন। তাদের ভালোবাসা আমাকে আবেগপ্রবণ করেছে।

তিনি বলেন, জংলি পারিবারিক সিনেমা। পরিবার নিয়ে দেখার সিনেমা।

খুব কষ্ট হচ্ছিল যখন দেখছিলাম পুরান ঢাকা থেকে মায়ের বয়সী কিংবা দাদি-নানির বয়সী দর্শকরা হলে এসে টিকিট পাচ্ছেন না। তখন কষ্ট হয়েছে, আফসোস করেছি, তাহলে উনারা কি জংলি দেখতে পারবেন না? যাক, অবশেষে শো বাড়লো। এখন তারা দেখতে পারবেন, যোগ করেন সিয়াম।

এই অভিনেতা মনে করেন, সন্তান এবং বাবা-মায়ের জন্য এই সিনেমা।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিয়াম আহমেদ বলেন, কোনো কোনো পরিবার থেকে ১৫ জন সদস্য জংলি দেখতে এসেছেন। এটা তো বিরাট ব্যাপার! জংলি সিনেমার জন্য ভাগ্য বলব। দর্শকদের জন্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

Comments

The Daily Star  | English

Rate of corporate tax will not be reduced: NBR chairman

"Rather, we want a non-discriminatory tax regime for all sectors.”

36m ago