ঈদে আসছে বাঁধনের এশা মার্ডার

আজমেরি হক বাঁধন
আজমেরী হক বাঁধন। ছবি: স্টার

রেহানা মরিয়ম নূর খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা মুক্তির মিছিলে আছে। এশা  মার্ডার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। বাঁধন অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে।

এশা মার্ডার ও অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বাঁধন। তিনি বলেন, 'আশা করছি এশা মার্ডার আসছে ঈদে মুক্তি পাবে। সেভাবেই সব কিছু এগোচ্ছে।'

ভক্ত ও দর্শকদের উদ্দেশে তিনি বলেন, আমি মনে করি প্রত্যেকের প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের দেশের সিনেমা দেখা উচিৎ। আমার ভক্তদেরও একই কথা বলবো। সেই সঙ্গে বলবো, এশা মার্ডার সিনেমাটিও যেন তারা প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

'পুলিশ অফিসারের চরিত্রটি করার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে। ট্রেনিং নিতে হয়েছে। অস্ত্র চালানো শিখতে হয়েছে। সব রকম প্রস্তুতি নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, বলেন বাঁধন।

এশা র্মাডারে দর্শকরা কী কী দেখতে পাবেন জানতে চাইলে তিনি বলেন, 'রহস্য, অ্যাকশন, সুন্দর গল্প—সবই দেখতে পাবেন। এই সিনেমায় অনেক কিছু আছে, যা দর্শকদের ভালো লাগবে। সবচেয়ে বড় কথা গল্পটা ভালো। নির্মাণ শৈলীও ভালো।'

'আমি আশাবাদী, অনেক ভালো কিছু আছে এই সিনেমায়। দর্শকদের টানার মতো অনেক কিছু আছে।'

আরেক প্রশ্নের জবাবে বাঁধন বলেন, 'আমি চাই ফিমেল চরিত্র সিনেমায় লিড হোক। গল্পের নায়ক হবেন একজন নারী, তাকে ঘিরে গল্প এগিয়ে যাবে। এমন গল্পনির্ভর সিনেমায় নিজেকে দেখতে চাই।'

তিনি বলেন, খুব যত্ন নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক। তার প্রতি কৃতজ্ঞতা, আমাকে ভালো একটি চরিত্রের জন্য ডেকেছেন। আমিও চেষ্টা করেছি চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।

এশা মার্ডার কি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার সিনেমা—জানতে চাইলে বাঁধন বলেন, এশা মার্ডার পুরোপুরি বাণিজ্যিক সিনেমা। সেভাবেই মুক্তি পাবে।

রেহানা মরিয়ম নূর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে প্রশংসা কুড়িয়েছেন এবং বলিউডেও অভিনয় করেছেন, তারপরও নিজ দেশে সিনেমায় কম কেন? এর জবাবে বাঁধন বলেন, দুটি সিনেমা ক্যানসেল হয়েছে। একটি ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। আরেকটি অন্য পরিচালকের। দুটিই ভালো কাজ ছিল। খুবই ভালো সিনেমা হতো।

নতুন স্ক্রিপ্ট আসছে, সেগুলো পড়ছি, দেখা যাক...বলেন তিনি।

সোমবার ছিল বাঁধনের ছোট ভাই আনিসুল হক রাসার জন্মদিন। রাসা বর্তমানে কানাডা প্রবাসী। বাঁধন বলেন, আমার ভাইয়ের জন্মদিনে একটি কথা বলতে চাই, আমার ভাই সিদ্ধান্ত নিয়েছে পারিবারিক সব সম্পত্তি ভাই-বোনদের মধ্যে সমান ভাগ হবে। ভবিষ্যতে যখন ভাগ হবে, তখন এটি হবে। জন্মদিনে ভাইয়ের জন্য ভালোবাসা ও আশীর্বাদ। তার এমন সিদ্বান্ত ভালো লেগেছে।

Comments

The Daily Star  | English

NCP stages protest at EC office, demands reconstitution of commission

The protest, organised by the party's Dhaka Metropolitan Committee, commenced at 12:00pm

Now