অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন

তানিন সুবহা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানিন সুবহা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৩১ বছর।

আজ মঙ্গলবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবাহী পরিষদের সদস্য সনি রহমান দ্য ডেইলি স্টারকে তানিন সুবহার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'আজ রাত ৭টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী তানিন সুবহা।'

এর আগে, গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। এরপর আফতাবনগরে তার বাসার কাছের একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন এই অভিনেত্রী।

তানিন সুবহা বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজে আসেন। এরপর অভিনয় করেন নাটক-সিনেমায়। 'মাটির পরী' সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

Comments

The Daily Star  | English

EC to unveil 13th national election roadmap next week

EC Senior Secretary shared the development to reporters this afternoon

1h ago