ঘরে বসে ‘উৎসব’ দেখা যাবে কবে

ঈদুল আজহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'উৎসব' এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচে–কানাচে, প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে।
দর্শকরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক মাধ্যমে।
সেই অপেক্ষার অবসান হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট।
'পরিবার ছাড়া দেখা নিষেধ' স্লোগানের 'উৎসব' সিনেমাটি প্রেক্ষাগৃহে এক করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শকদের। এবার নির্মাতার প্রত্যাশা, চরকিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে প্রতিটি ঘরেই উৎসব শুরু হবে।
নির্মাতা তানিম নূর বলেন, 'পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমার ছোটবেলায়। "উৎসব" সিনেমায় পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। সফল হয়েছি কি না, সেটা দর্শকরা বলবেন। কিন্তু দর্শকদের কিছু প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে এবং দিয়েছে আরও কিছু করার অনুপ্রেরণা দিয়েছে।'
'বাংলা ভাষাভাষীদের কাছে কনটেন্ট দেখার বিশ্বস্ত প্ল্যাটফর্ম "চরকি"। এখানে "উৎসব" মুক্তি পাওয়াটা আনন্দের। নিজ ঘরে বসে দর্শকরা "উৎসব" সিনেমাটি দেখবেন,' বলেন তিনি।
'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।
Comments